Wellcome to National Portal
Main Comtent Skiped

বিভাগীয় আইন

 

যুব উন্নয়ন অধিদপ্তর,  কুড়িগ্রাম  জেলার কমসম্পাদনের সার্বিক চিত্র ঃ

সাম্প্রতিক অজন, চেলেন্জ ও ভবিষ্যত পরিকল্পনা

  • সাম্প্রতিক বছরসমূহের(৩ বছর ) প্রধান অজনসমূহ ঃ

যুবদের প্রশিক্ষণ ও কমসংস্থানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণদান, প্রশিক্ষণোত্তর ঋণ সহায়তা ও আত্মকমসংস্থানের নিমিত্ত গত ০৩ (তিন) বছরে অত্র জেলায় ১৯,১১৯ জনকে প্রশিক্ষণ ৮৬৮৫৬০০০/- টাকা প্রশিক্ষণোত্তর ঋণ বিতরণ এবং ১২৭১৫ জন যুবক ও যুব মহিলাকে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।

সমস্যা এবং চ্যালেন্ডসমূহ ঃ যুব জন্যসংখ্যা ক্রমবর্ধমান; এ ক্রমবধমান যুব সংখ্যাকে যুব শক্তিতে রূপান্তর করা একটি চ্যালেন্জ। যুব শক্তিকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলাসহ আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষিত যুবদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলা ও রপ্তানি করা একটি চ্যালেন্জ।

ভবিষ্যৎ পরিকল্পনা ঃ শিক্ষিত বেকার যুবদের অস্থায়ী কমসংস্থানের জন্য ন্যাশনাল সার্ভিস কাযক্রম বাস্তবায়ন করা। নতুন নতুন প্রণীত প্রকল্প/কমসূচির মাধ্যমে যুবদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সমাজ বিরোধী কমকান্ড প্রতিরোধে যুবদের সম্পৃক্তকরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হবে। ই-লার্নিং প্রক্রিয়ায় মুক্তপাঠের মাধ্যমে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কাযক্রমে যুবদের অধিকহারে সম্পৃক্ত করা হবে। আত্মকর্মীদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করা হবে।