যুব প্রোফাইলঃ
মোট জনসংখ্যা | ২০,৬৯,২৭৩ জন।(২০১১ সালর আদমশুমারি) |
যুব জনগোষ্ঠি | ৭,০০,০০০ জন (প্রায়) |
বেকার যুব | ২,৩৫,০০০ জন |
শিক্ষিত যুব | ৫,৭৫,০০০ জন ( মোট যুবর ৭৫% |
গ্রামে বসবাসরত যুব | ৫,৬০,০০০ জন (মোট যুবর ৮০% |
দরিদ্র যুব | ১,৭০,০০০ জন।( |
রংপুর-কুড়িগ্রাম সড়কের পাশে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় অবস্থিত। প্রায় ২ একর জায়গার উপর নিজস্ব ক্যাম্পাসে প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ অন্যান্য ভবন রয়েছে।
প্রশিক্ষণঃ যুব উন্নয়ন অধিদপ্তর,কুড়িগ্রাম কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ দুই ধরণের।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি ( জেলা কার্যালয়ে অনাবাসিক ও যুব প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক)
খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি ( উপজেলা কার্যালয়ে অনাবাসিক)
ক। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সসমূহঃ
১) গবাদি পশু,হাঁস-মুরগি পালন,প্রাথমিক চিকিৎসা,মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ
২) মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপ্লিকিশন
৩) মৎস্যচাষ
৪) পোশাক তৈরি
৫) কম্পিউটার বেসিক এন্ড আসিটি অ্যাপ্লিকেশন
৬) ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং
৭) ইলেকট্রনিক্স
৮) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
৯) মোবাইল ফোন রিপেয়ারিং এন্ড সার্ভিসিং
১০) সোয়েটার নিটিং এন্ড লিংকিং মেশিন অপারেটর
১১) বিশেষ প্রশিক্ষণ (বাজেট প্রাপ্তি সাপেক্ষে)
খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ
উপজেলা পর্যায়ে বাস্তবায়িত। মেয়াদ ৭দিন থেকে ২১ দিন পর্যন্ত। যেমন-পারিবারিক হাঁস-মুরগি পালন, ছাগল পালন,গরু মোটাতাজাকরণ,গাভী পালন,নার্সারি,ফুলের চাষ,বাঁশ ও বেতের সামগ্রী তৈরি,রিক্সা-ভ্যান মেরামত ইত্যাদি। প্রশিক্ষণার্থীদের কোন ভর্তি ফি দিতে হয় না।
মোট প্রশিক্ষণ প্রদান- ১) প্রাতিষ্ঠানিক- ২৫,৪৩১জন ২) অপ্রাতিষ্ঠানিক- ৭৪,৬৫১জন
যুব ঋণ কর্মসূচি
১) আত্মকর্মসংস্থান কর্মসুচি- প্রশিক্ষণ ও প্রকল্পভেদে একজন প্রশিক্ষিত যুবকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের জন্য ৪০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
২) পরিবার ভিত্তিক কর্মসূচি-হত দরিদ্র বেকার যুবদের পারিবারিক গ্রুপে সংগঠিত করে প্রত্যেক সদস্যকে ১২০০০ টাকা থেকে ২০০০০ টাকা ঋণ দেওয়া হয়।
আত্মকর্মসংস্থানঃ প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ব করা হয় এবং প্রকল্প গ্রহণ ও পরিচালনার জন্য অধিদপ্তরের ঋণ সুবিধার পাশাপাশি কর্মসংস্থান ব্যাংক,জনতা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে পুঁজি প্রাপ্তিতে সহায়তা করা হয়। সাধারণভাবে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের মাসিক আয় ৬,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। তবে কোন কোন সফল আত্মকর্মী মাসে লক্ষাধিক টাকা আয় করে থাকে।
সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিঃ প্রশিক্ষণের পাশাপাশি যুবদের এইচআইভি/এইডস, এসটিডি প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, সামাজিক মূল্যবোধ তৈরি, জেন্ডার ও উন্নয়ন, যৌতুক ও বা্ল্যবিবাহ নিরোধ, দূর্যোগ ব্যবস্থাপনা,জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণ বিষয়ে উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়।
যুব সংগঠন রেজিস্ট্রেশনঃ যুব সংগঠনসমূহকে রেজিস্ট্রেশন প্রদানপূর্বক তাদের কার্যপ্রক্রমকে আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকার যুব সংগঠন (পরিচালনা ) আইন ২০১৫ এবং যুব সংগঠন (পরিচালনা ) বিধিমালা ২০১৭ প্রণয়ন করেছে। এরই আলোকে যুব উন্নয়ন অধিদপ্তর,কুড়িগ্রাম যুব সংগঠনকে নিবন্ধন প্রদান করা হচ্ছে।
যুব সংগঠনকে অনুদান প্রদানঃ নিবন্ধনপ্রাপ্ত যুব সংগঠনকে তাদের যুবকর্ম বাস্তবায়নের জন্য নির্দিষ্ট প্রকল্পের বিপরীতে যুব কল্যাণ তহবিল হতে প্রতিবছর অনুদান দেওয়া হয়। অনুদানের পরিমাণ প্রকল্পভেদে ২০,০০০ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত। এছাড়াও অনুন্নয়ন খাত (রাজস্ব খাত) থেকে প্রত্যেক জেলার ১টি করে যুব সংগঠনকে অনুদান দেওয়া হয়। বর্তমানে এ অনুদানের পরিমাণ ১২০০০ টাকা।
যুব কল্যাণ তহবিল থেকে মোট অনুদান প্রদান- ৩৪৩টি সংগঠনকে ৫৬,১০,০০০/-টাকা
অনুন্নয়ন খাতের আওতায় এ যাবত - ৪৬টি সংগঠনকে ৩,৯৯,০৬০/- টাকা অনুদান প্রদান করা হয়েছে।
জাতীয় যুব পুরস্কার প্রদানঃ প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপিত হয়। এ অনুষ্ঠানে সারাদেশ থেকে ২টি ক্যাটাগরিতে মোট ১৯ জন দৃষ্টান্তস্থাপনকারী যুবকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের পরিমাণ নগদ ৫০,০০০ টাকা, ক্রেস্ট ও সনদপত্র।
বিজিএমইএর প্রশিক্ষণঃ বিজিএমইএ -এর আর্থিক সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় সোয়েটার নিটিং এন্ড লিংকিং মেশিন অপারেটর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
যোগাযোগঃ
অফিস প্রধানঃ উপপরিচালক
ঠিকানাঃ যুব ভবন,যুব প্রশিক্ষণ কেন্দ্র ও উপপরিচালকের কার্যালয়,যুব উন্নয়ন অধিদপ্তর
আর কে রোড,কুড়িগ্রাম।(কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে)
ফোন নম্বরঃ ০৫৮১ ৬১৫৬২
মোবাইল নম্বরঃ ০১৭০৯ ৩৩১০৩৬ (সরকারী)
ওয়েব সাইটঃ www.youth.kurigram.gov.bd
ই-মেইলঃ ddkurigram@dyd.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS