যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রাম কর্তৃক প্রদত্ত নাগরিক সেবা কার্যক্রমঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ :
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের প্রশিক্ষণ সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ ।
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ ।
ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমূহ :
ক্রমিকনং |
প্রশিক্ষণ কোর্সের নাম |
মেয়াদকাল |
কোর্স শুরুর তারিখ |
শিক্ষাগত যোগ্যতা |
কোর্স ফি |
আসন সংখ্যা /ব্যাচ |
০১ |
মর্ডান অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
এইচ,এস,সি |
৫০০/- |
৪০ জন |
০২ |
পোষাক তৈরী |
০৩ মাস
|
১ জুলাই, ১ অক্টোবর ১ জানুয়ারী ও ১ এপ্রিল |
অষ্টম শ্রেণী |
৫০/- |
২৫ জন |
০৩ |
মৎস্য চাষ |
০১ মাস |
প্রতিমাসের ১ তারিখ |
অষ্টম শ্রেণী |
৫০/- |
২৫ জন (৮ব্যাচ=২০০) |
০৪ |
কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
এইচ, এস, সি |
১০০০/- |
৭০ জন |
০৫ |
ইলেকট্রনিক্স |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
অষ্টম শ্রেণী |
৩০০/- |
৩০ জন |
০৬ |
ইলেকট্রিক্যালএন্ডহাউজওয়্যারিং |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
অষ্টম শ্রেণী |
৩০০/- |
৩০ জন |
০৭ |
রেফ্রিজারেশনস এন্ড এয়ারকান্ডিশনিং |
০৬ মাস |
১ জুলাই ও ১ জানুয়ারী |
অষ্টম শ্রেণী |
৩০০/- |
৩০ জন |
০৮ |
গবাদী পশু,হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক |
০৩ মাস |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
১০০/- |
৬০ জন (২ব্যাচ=১২০) |
০৯ |
কৃষি বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ |
০১ মাস |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
১০০/- |
৪০ জন (৫ব্যাচ=২০০) |
১০ |
মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
০১ মাস |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
১০০/- |
২০ জন (২ব্যাচ=৪০) |
১১ |
আত্মকর্মি থেকে উদোক্তা উন্নয়ন |
০৫দিন |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
- |
৩০ জন |
খ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমূহ :
ক্রমিকনং |
প্রশিক্ষণ কোর্সের নাম |
মেয়াদকাল |
কোর্স শুরুর তারিখ |
শিক্ষাগত যোগ্যতা |
কোর্স ফি |
আসন সংখ্যা /ব্যাচ |
০১ |
রাজস্ব খাতের আওতায় প্রতিটি উপজেলায় ১১. পারিবারিক হাঁস-মুরগী পালন। ২. ব্রয়লার ও ককরেল পালন। ৩. ছাগল পালন। ৪. গরু মোটাতাজাকরণ। ৫. পারিবারিক গাভী পালন, এবং আরো অন্যন্য ট্রেডে |
০৭ দিন |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
- |
৩৫ জন (৮ব্যাচ=২৮০) |
০২ |
উত্তরবঙ্গ প্রকল্পের আওতায় ১। মুরগী পালন। ২। গরু মোটাতাজাকরণ। ৩। ছাগল ও ভেড়া পালন। ৪। গাভী পালন ৫। নার্সারী |
১০ দিন ১০ দিন ১০ দিন ১৫ দিন ০৭ দিন |
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী |
অষ্টম শ্রেণী |
- |
২৫ জন (৮ব্যাচ=২০০) |
০৩ |
সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে যুব নারীদের দক্ষতা বৃদ্ধি |
অষ্টম শ্রেণী |
- |
২৫ জন |
২। যুব ঋণ কর্মসূচিঃ
যুব ঋণ কর্মসূচি দুই ধরণের যথা-
(ক) গুরুপ ভিত্তিক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় বেকার যুবদের পারিবারিক গুরুপে সংগঠিত করে ঋণ প্রদান করা হয়। প্রতি গুরুপের সদস্য সংখ্যা ০৫ জন। গুরুপের প্রত্যেক সদস্যকে প্রথম দফায় ১২,০০০/-টাকা, ২য় দফায় ১৬,০০০/-টাকা, এবং ৩য় দফায় ২০,০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
(খ) একক ঋণ কর্মসূচিঃ এ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষিত যুবদের একক ঋণ প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকে ১ম দফায় ৪০,০০০/-টাকা, ২য় দফায় ৫০,০০০/-টাকা ৩য় দফায় ৬০,০০০/-টাকা এবং প্রাতিষ্ঠানিক ঋণের ১ম দফায় ৬০,০০০/-টাকা ২য় দফায় ৮০,০০০/-টাকা ৩য় দপায় ১,০০০০০/-টাকা ঋণ প্রদান করা হয়।
৩। উদ্বুদ্ধকরণ ও সচেতনতাবৃদ্ধিমূলক কর্মসূচিঃ
এ কর্মসূচির আওতায় শিক্ষিত বেকার যুবদের এইচআইভি/এইডস/এসটিডি প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মাদক দ্রব্যের অপব্যবহার, সামাজিক রীতি-নীতি, মূল্যবোধ, জেন্ডার ও উন্নয়ন, সুশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সিভিক এডুকেশন, জনসংখ্যা নিয়ন্ত্রণ,পরিবার কল্যাণ ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়।
৪। সরকারী ও বেসরকারী পার্টনারশীপ কর্মসূচিঃ
এ কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও সমাজ সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, এর মধ্যে বিজিএমইএ এবং বিইউএফটি এর মাধ্যমে সোয়েটার নিটিং এবং লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়েছে।
৫। যুব সংগঠন নিবন্ধন :
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের দায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন নিবন্ধন করে।
৬। যুব সংগঠনকে অনুদান প্রদান :
যুব সংগঠন সমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয় । তাছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয়। অনুদানের পরিমান ২০,০০০/-টাকা থেকে ২৫,০০০/-টাকা পর্যন্ত।
৭। জাতীয় যুব পুরস্কার-
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণ পূর্বক আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুবক /যুব মহিলা প্রকল্পগ্রহণকারীকে জাতীয় যুব পুরুস্কার প্রদান করা হয় । তাছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকেও জাতীয় যুব পুরুস্কার প্রদান করা হয়।
যোগাযোগ-
উপপরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর,
কুড়িগ্রাম।
টেলিফোনঃ ০৫৮১-৬১৫৬২ ।
মোবাইল নম্বর ০১৭০৯-৩৩১০৩৬।
ই মেইল- ddkurigram@dyd.gov.bd
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , কুড়িগ্রাম জেলার সকল উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস