Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচুন,দেশকে বাঁচান
বিস্তারিত

মরাত্মক ছোঁয়াছে করোনা ভাইরাস বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার আপনার সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর নির্ভর করছে আমাদের জীবন-জীবিকা। আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি,দায়িত্বশীল আচরণ করি। নিজে সুস্থ্য থাকি,পরিবারকে সুস্থ্য রাখি। মনে রাখবেন কোভিড-১৯ রোগের কোন টিকা বা প্রতিষেধক নেই। কাজেই স্বাস্থ্যবিধির মানার কোন বিকল্প নেই। আসুন আমরা নিম্নলিখিত স্বাস্থ্যবিধি মেনে চলিঃ

১) সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধৌত করি।

২) জনসমাগম বা ভিড় এড়িয়ে চলি।

৩) ঘরেই অবস্থান করি।

৪) জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করি।

৫) অসুস্থ্য লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলি।

৬) আমিষ জাতীয় ও ভিটামিন জাতীয় খাবার পরিমিতভাবে গ্রহণ করি।

৭) করমর্দন ও কোলাকুলি পরিহার করি।

৮) একজনের সাথে কমপক্ষে ৩ ফুট (৬ ফুট হলে ভালো) দূরত্ব বজায় রাখি।

ডাউনলোড
প্রকাশের তারিখ
09/06/2020
আর্কাইভ তারিখ
31/12/2020